ক্যারিবীয় সাগরে মার্কিন বিমান হামলায় আরও চারজন নিহত

এনটিভি প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫, ১০:৩৯

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, ক্যারিবীয় সাগরে একটি নৌকায় চতুর্থবারের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় নৌকায় থাকা চারজন নিহত হয়েছেন।


স্থানীয় সময় শুক্রবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হেগসেথ বলেন, ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি এই হামলা চালানো হয়। তিনি হামলার ভিডিও প্রকাশ করেন। 


ভিডিওতে দেখা যায়, ঢেউ পেরিয়ে দ্রুতগতিতে চলা একটি ছোট নৌকা হঠাৎ বিমান হামলায় আগুনে পুড়ে ছারখার হয়ে যায়।


হেগসেথ দাবি করেন, নিহতরা “নারকো-সন্ত্রাসী” এবং নৌকাটি বিপুল পরিমাণ মাদক বহন করছিল। তার ভাষায়, “এই নৌকাটি আমেরিকায় বিপুল পরিমাণ মাদক পাচার করছিল—যা আমাদের জনগণকে বিষাক্ত করার ষড়যন্ত্র। চারজন পুরুষ নারকো-সন্ত্রাসী নিহত হয়েছে। কোনো মার্কিন বাহিনী ক্ষতিগ্রস্ত হয়নি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও