
মেয়ে আদিরাকে ছাড়াই কেন দুর্গাপূজায় আসেন রানি
প্রতিবছরের মত এবারো মুম্বাইয়ের জুহুতে মুখার্জি বাড়ির দুর্গাপূজায় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দেখা মিলেছে বাড়ির তারকা মেয়ে-বউ, ছেলেদের। যে যার পরিবারের সদস্যদের নিয়ে পূজা উপলক্ষে এই উৎসবে শামিল হন তারা। তবে এবারেও দেখা যায়নি রানি মুখার্জির মেয়ে আদিরা চোপড়া।
ছিলেন না রানির স্বামী প্রযোজক আদিত্য চোপড়াকেও।
২০১৪ সালে প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রানি, এই দম্পতির একমাত্র সন্তান আদিরা। সন্তানকে সচেতনভাবেই প্রচারের আড়ালে রাখতে চান এই বলিউড তারকা। এই ব্যাপারটি রানি মেনে চলেন পূজার সময়েও।
আনন্দবাজার লিখেছে, এক সাক্ষাৎকারে রানি বলেন, “আমি এবং আদিত্য দুজনের কেউই চাই না অহেতুক সবার আকর্ষণের কারণ হোক আদিরা। নিজের দক্ষতায় ওকে পরিচিতি আদায় করে নিতে হবে। তাই কোনো সময়েই ক্যামেরার সামনে আনতে রাজি নই। এটা আমার এবং আদিত্যের যৌথ সিদ্ধান্ত।”
স্বামী এবং মেয়েকে ছাড়াই রানিকে আত্মীয়দের সঙ্গে আনন্দ করতে দেখা গেছে পূজার মণ্ডপে।
অভিনয়ের তিন দশক পাড়ি দেওয়ার রানি এখন কাজ করেন বেছে বেছে।
- ট্যাগ:
- বিনোদন
- শারদীয় দুর্গোৎসব
- রানি মুখার্জি