চীনের গবেষকরা দাবি করেছেন, তারা এমন এক ধরনের চিকিৎসা আঠা তৈরি করেছেন যা মাত্র তিন মিনিটেই ভাঙা হাড় জোড়া লাগাতে সক্ষম। নতুন এই ‘বোন গ্লু’ হাড় জোড়ার পাশাপাশি ভাঙা টুকরোগুলোও স্থির রাখতে পারবে এবং হাড় সেরে ওঠার পর এটি শরীরের ভেতর থেকেই স্বাভাবিকভাবে শোষিত হয়ে যাবে। ফলে ইমপ্লান্ট অপসারণের জন্য আরেকটি অস্ত্রোপচারের দরকার পড়বে না।
‘বোন–০২’ নামের এই আঠার উদ্ভাবন করেছেন পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের একদল গবেষক। দলটির নেতৃত্বে আছেন স্যার রান রান শ’ হাসপাতালের সহযোগী প্রধান অর্থোপেডিক সার্জন লিন শিয়ানফেং। তিনি জানান, সাগরের পানির নিচে সেতুর গায়ে ঝিনুক যেভাবে শক্তভাবে লেগে থাকে, সেখান থেকেই তিনি হাড়ের আঠা তৈরির অনুপ্রেরণা পেয়েছেন।