You have reached your daily news limit

Please log in to continue


একটি-দুটি নয়, পরপর তিনটি পেনাল্টি আটকে দিলেন তিনি

গোলরক্ষক বেরকে ওজের একটি-দুটি নয়, পরপর তিন-তিনটি পেনাল্টি রুখে লিলকে উপহার দিলেন নাটকীয় জয়। বৃহস্পতিবার রাতে উয়েফা ইউরোপা লিগের ম্যাচে এএস রোমাকে ১-০ গোলে হারাল ফরাসি ক্লাবটি।

ইতালিয়ান প্রতিপক্ষের মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটেই হাকন হারাল্ডসনের গোলে এগিয়ে যায় লিল। শেষদিকে ডি-বক্সে আইসা মান্দির হ্যান্ডবলের কারণে পেনাল্টি মিললে রোমা সমতায় ফেরার সুযোগ পায়।

এরপরই অভাবনীয় পারফরম্যান্স দেখিয়ে আলোড়ন তৈরি করেন ২৫ বছর বয়সী তুর্কি গোলরক্ষক ওজের।

নির্ধারিত সময়ের মিনিট দশেক বাকি থাকতে স্পট-কিক নিতে যান আরতেম দভবিক। ওজের দারুণ দক্ষতায় বল ঠেকিয়ে দেন। কিন্তু রেফারি জানান, লিলের ডিফেন্ডার রোমাঁ পেরো আগেই বক্সে ঢুকে গিয়েছিলেন। তাই আবার পেনাল্টি নিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন