
‘যাও, যাও ফ্লোটিলা! ঈশ্বরের আর্শীবাদ নিয়ে এগিয়ে যাও’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৫, ১২:২৬
ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টার ফ্রান্সেসকা পাওলা আলবানিজি প্রশ্ন তুলে বলেছেন, বিশ্বজুড়ে দেশগুলো গাজার সমুদ্রপথে ইসরায়েলি সামরিক বাহিনীর নৌ-অবরোধ ভাঙার কেন চেষ্টা করছে না, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও ফিলিস্তিনি ছিটমহলটির বেসামরিক জনগণের বিরুদ্ধে দুর্ভিক্ষ সৃষ্টি করার অভিযোগ রয়েছে।
আল জাজিরার খবর অনুযায়ী সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে তিনি লিখেছেন, যদি ‘বিশ্ব নাগরিকরা ছোট ও সাধারণ নৌযানের’ একটি ফ্লোটিলা (নৌবহর) নিয়ে গাজার ৬০ নটিক্যাল মাইলের (১১১ কিলোমিটার) মধ্যে চলে যেতে পারে তবে অত্যাধুনিক উপকরণে সজ্জিত নৌবাহিনীগুলো কেন আরও সহজে ইসরায়েলি অবরোধ ভাঙতে পারবে না।
নিজের পোস্টে আলবানিজি জিজ্ঞেস করেছেন, “কেন রাষ্ট্রগুলো তাদের নৌবাহিনী দিয়ে ওই অবরোধ ভাঙে না?
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ফ্রিডম ফ্লোটিলা
- ফ্লোটিলা