গত সপ্তাহে আমার লেখায় আমি সমাজব্যবস্থা ৫.০ (Society 5.0)-এর ধারণা নিয়ে বিশদভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করেছিলাম। সমাজব্যবস্থা ৫.০ হলো ধারাবাহিকভাবে সামাজিক বিবর্তনের সবচেয়ে আধুনিক পর্যায়, যেখানে সমাজব্যবস্থা ১.০ ছিল পশু শিকারনির্ভর; সমাজব্যবস্থা ২.০ ছিল কৃষিনির্ভর; সমাজব্যবস্থা ৩.০ ছিল শিল্পনির্ভর; এবং সমাজব্যবস্থা ৪.০ হলো তথ্যপ্রযুক্তি বা ইন্টারনেটনির্ভর।
অনেক গবেষক বর্তমানে সমাজব্যবস্থা ৫.০কে ‘সুপার-স্মার্ট সোসাইটি’ও বলছেন। যা হোক, সমাজব্যবস্থা ৫.০-এ রূপান্তরকে আমরা ‘চতুর্থ শিল্পবিপ্লবের’ সঙ্গে তুলনা করতে পারি, কারণ উভয় ধারণাই অর্থনৈতিক বিশ্বে একটি নতুন ধরনের মৌলিক পরিবর্তন নিয়ে এসেছে। তবে সমাজব্যবস্থা ৫.০ মূলত চতুর্থ শিল্পবিপ্লবের চেয়েও বিস্তৃত একটি ধারণা, যা পঞ্চম শিল্পবিপ্লবের ধারণার সঙ্গে সম্পর্কিত, কারণ এটি আমাদের এ সময়ের ডিজিটাল জীবনযাত্রায় সম্পূর্ণরূপে প্রভাব ফেলেছে।