দামে পরিবর্তন নেই, ক্রেতাও কম প্রযুক্তিপণ্যের বাজারে

প্রথম আলো প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৫, ১০:০৮

এই সপ্তাহে রাজধানীর প্রযুক্তিপণ্যের বাজারে ক্রেতাদের আনাগোনা বেশ কম দেখা গেছে। ফলে পণ্যও বিক্রি হয়েছে কম। তবে গত সপ্তাহের মতোই র‍্যাম, প্রসেসর, মাদারবোর্ড, এসএসডি, মনিটরসহ বিভিন্ন যন্ত্রাংশের দাম স্থিতিশীল রয়েছে। একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম তুলে ধরা হলো।


প্রসেসর


ইন্টেল: কোর আলট্রা ৯ ২৮৫কে ৫.৭০ গিগাহার্টজ (গি.হা.) ৭২ হাজার টাকা, কোর আই-৯ ৬.০০ গি.হা. ১৪ প্রজন্ম র‍্যাপ্টর লেক রিফ্রেশ ৫৫ হাজার টাকা, কোর আলট্রা ৭ ২৬৫কে (৫.৫ গি.হা.) ৪৪ হাজার ৫০০ টাকা, কোর আই-৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৪৪ হাজার ৫০০ টাকা, কোর আই-৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪০ হাজার টাকা, কোর আলট্রা–৫ ২৪৫ কেএফ (৫.২ গি.হা.) ৩৪ হাজার ৫০০ টাকা, কোর আই–৫ (৫.৩০ গি.হা.) ১৪ প্রজন্ম ২৯ হাজার টাকা, কোর আই–৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ২০ হাজার ৫০০ টাকা এবং কোর আই–৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৩ হাজার ৫০০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও