
শাহরুখকে দেখে আনিয়ার কেন বাবার কথা মনে পড়ে
ছোট-বড় নানা চরিত্রে দেখা গেলেও আগে সেভাবে পরিচিতি পাননি আনিয়া সিং। তবে ‘দ্য ব্যা***ডস অব বলিউড’-এর হাত ধরে এখন আলোচনায় এই তরুণ অভিনেত্রী। বিশেষ করে জেন-জি প্রজন্মের হৃদয় জয় করেছেন আনিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনীত চরিত্র ও শাহরুখ খানকে ঘিরে কিছু অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি।
যশ রাজ ফিল্মসের ‘কয়েদি ব্যান্ড’ ছবির মাধ্যমে মূল নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন আনিয়া। এরপর খো গায়ে হাম কাহাঁ ও স্ত্রী ২ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে দেখা গেছে। এই দুই ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। ওটিটিতেও একাধিক সিরিজে অভিনয় করে দর্শকের মনে দাগ কাটেন তিনি। সব মিলিয়ে কোনো চরিত্রই আনিয়াকে খ্যাতির আলোয় আনতে পারেনি। শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়েছে ‘দ্য ব্যা***ডস অব বলিউড’ সিরিজে ‘আসমান সিং’-এর ম্যানেজার চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। বললে বাড়াবাড়ি হবে না, সিরিজে তাঁর অভিনীত ‘সানিয়া’ চরিত্রকে দর্শকেরা উজাড় করে ভালোবাসছেন।