যুক্তরাজ্যকে ইরাক যুদ্ধে জড়ানো টনি ব্লেয়ার গাজায় শান্তি আনতে পারবেন? কয়েকদিন ধরেই এমন প্রশ্ন ঘুরপাঁক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শাসন পরিকল্পনায় নাম এসেছে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারেরও। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, গাজায় যুদ্ধ-পরবর্তী শাসন ও পুনর্গঠনে ব্লেয়ারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
নতুন এই পরিকল্পনায় গাজাকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে আনার কথা বলা হয়েছে। সেখানে বহুজাতিক নিরাপত্তা বাহিনী ও ট্রাম্প-ব্লেয়ারের নেতৃত্বাধীন একটি ‘বোর্ড অব পিস’ গঠন হবে। ২০ লাখের বেশি মানুষের অঞ্চলটিতে শাসন ও পুনর্গঠনের তদারকি করবে এই আন্তর্জাতিক বোর্ড।