আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি জামায়াত এবং বিএনপির মাঝে একটি অসহিষ্ণুতা রয়েছে। এটি যদি দ্বন্দ্ব বা সংঘাতে রূপ নেয় তাহলে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ফেনী সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গভীর অন্ধকার অপেক্ষা করছে উল্লেখ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ ও জাতির জন্য গভীর অন্ধকার অপেক্ষা করছে। ফেব্রুয়ারিতে নির্বাচনও করতে হবে এবং তার আগে জুলাই সনদের ব্যাপারে আমরা যে যে বিষয়গুলো বলেছি তা সাংবিধানিকভাবে আইনের মধ্যে এনে বাস্তবায়ন করতে হবে। ইতোমধ্যে অনেক কিছু গোছানো হয়ে গেছে। এখন এটি নিয়ে আর বিভেদ বা বিতর্ক তৈরির সুযোগ নেই।