পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ভারতের উত্তর প্রদেশের এক বাসিন্দা। অস্ত্রোপচার করার পর তার পেটে ২৯টি স্টিলের চামচ, ১৯টি টুথব্রাশ ও দুটি কলম পাওয়া যায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশটির হাপুরের বাসিন্দা শচীন (৩৫) মাদকাসক্ত ছিলেন। তাই তার পরিবারে তাকে গাজিয়াবাদের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রেখেছিলেন।
পেটে চামচ ও টুথব্রাশ কীভাবে এল—জানতে চাইলে শচীন বলেন, ‘মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগীদের সামান্য পরিমাণ খাবার দেওয়া হতো। ক্ষুধার চোটে ক্ষুব্ধ হয়ে স্তূপ করা বাসনকোসন থেকে চামচ চুরি করে খেতাম।’