ছেলেকে নিয়ে প্রথম পূজা পরমব্রত-পিয়ার, শৈশবে ফিরলেন অভিনেতা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৫
পরমব্রত চট্টোপাধ্যায় বাবা হওয়ার পর এবারের পূজা প্রথম। এখন তার পুত্র নিষাদের বয়স তিন মাস। সদ্য ছেলেকে প্রকাশ্যে এনেছেন তিনি। পুত্রকে নিয়ে প্রথমবার পূজার আনন্দে মেতেছেন তারা। পরিবার নিয়ে এ অভিনতো ফিরে গেলেন শিকড়ের সন্ধানে।
আজকের (৩০ সেপ্টেম্বর) অষ্টমীতে চট্টোপাধ্যায় পরিবার হলুদ সাজে সেজেছে। ছেলে নিষাদের সঙ্গে রং মিলেয়ে পোশাক পরেছেন বাবা পরম ও মা পিয়া। পরম ও নিষাদ হলুদ পাঞ্জাবি ও ধুতিতে। পিয়া পরেন সাদা হলুদের মধ্যে লং ফ্রক।