You have reached your daily news limit

Please log in to continue


ইন্দোনেশিয়ায় স্কুল ধসে ৩ জন নিহত, ৩৮ জন চাপা পড়ার আশঙ্কা

ইন্দোনেশিয়ায় পূর্ব জাভার একটি ইসলামিক বোর্ডিং স্কুল ভবন ধসে অন্তত তিনজন শিক্ষার্থী নিহত হয়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আরও ৩৮ জন চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাদেরকে উদ্ধারে মঙ্গলবার তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সাফি জানান, সোমবার রাজধানী জাকার্তার প্রায় ৭৮০ কিলোমিটার পূর্বে সিদোয়ারজো শহরে আল খোজিনি বোর্ডিং স্কুল ধসে পড়ে।

এতে তিনজন নিহত হন। আর ৯৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেন, ভবনটি নির্মাণকাজ চলাকালে ধসে পড়ে। তিনি বলেন, হঠাৎ করেই ভবনের নির্মাণ সামগ্রী কয়েক ডজন ছাত্র ও শ্রমিকের ওপর পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন