ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে মঈন আলিসহ ৫০ ক্রীড়াবিদের চিঠি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৪

ফিলিস্তিনে গণহত্যার দায়ে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন ৫০ জন ক্রীড়াবিদ। এখানে সাবেক ও বর্তমান সব ধরনের খেলোয়াড়ই আছেন। উয়েফার প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে তাদের সই করা একটি চিঠি পাঠানো হয়েছে উয়েফায়।


উয়েফায় পাঠানো চিঠিতে সই করা খেলোয়াড়দের তালিকায় আছনে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী, ফরাসি মিডফিল্ডার পল পগবা ও ব্রিটিশ বক্সার জ্যাক চেল্লির মতো জনপ্রিয় ক্রীড়াবিদরা।


এই তালিকায় আরো আছেন ব্রিটিশ ঘোড়দৌড়ে প্রথম হিজাবধারী জকি খাদিজা মেল্লা, ক্রিস্টাল প্যালেসের মালিয়ান মিডফিল্ডার চিয়েক ডৌকুরে, চেলসির সাবেক মরোক্কান উইঙ্গার হাকিম জিয়েশ, অ্যাস্টন ভিলার ডাচ উইঙ্গার আনোয়ার এল ঘাজি এবং লেস্টার সিটির সাবেক কোচ নাইজেল পিয়ার্সন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও