নতুন ফ্ল্যাগশিপ সিরিজ শাওমি ১৭, ১৭ প্রো এবং ১৭ প্রো ম্যাক্স উন্মোচন করেছে শাওমি। গত ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ফোনটির সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেয় তারা। সিরিজটির সবচেয়ে আকর্ষণ প্রো এবং প্রো ম্যাক্স মডেলের ম্যাজিক ব্যাকস্ক্রিন। এ নিয়ে আগ্রহের কমতি নেই মানুষের। কিন্তু কী আছে এতে?
ব্যাকস্ক্রিনের কী কাজ
ক্যামেরা মডিউলের চারপাশে থাকবে ব্যাকস্ক্রিনটি। এতে ফোনের ডিজাইন হয়ে উঠবে অনন্য। অন্যদিকে ক্যামেরা ব্যবহারে পাওয়া যাবে অন্যরকম সুবিধা। এই সেকেন্ডারি ডিসপ্লেতে সময়, ব্যাটারি লাইফ, নোটিফিকেশন, মিউজিক কন্ট্রোলের পাশাপাশি থাকবে ক্যামেরা ভিউফাইন্ডার সুবিধা। অন্যান্য তথ্যও দ্রুত দেখা যাবে এতে, জানিয়েছে শাওমি।