এক চাকার গাড়িতে ৪০০ কিমি

প্রথম আলো ভারত প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১২

ভারতের একজন ট্রাভেল ভ্লগার ৪০০ কিলোমিটার পাহাড়ি পথ এক চাকার গাড়িতে করে পাড়ি দেওয়ার পরিকল্পনা করছেন। শক্তি সিং শেকাওয়াত নামের ওই ভ্লগার ভারতের জনপ্রিয় পর্যটনকেন্দ্র মানালি থেকে লাদাখে যাবেন। ইনস্টাগ্রামে এক ভিডিওতে এই সাহসী পরিকল্পনার কথা ঘোষণা করেছেন তিনি। তাঁর এই পরিকল্পনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।


পর্যটকেরা সাধারণত ভ্রমণের জন্য গাড়ি বা দুই-চাকার বাহন বেছে নেন। কিন্তু শক্তি সং এক চাকার গাড়িতে চড়ে নিজের সীমা ছাড়িয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি রোমাঞ্চকর এই যাত্রার গল্প একটি সিরিজ আকারে প্রকাশ করবেন। আজ থেকে সিরিজটি শুরু হবে।


ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এ ঘোষণা দিয়েছেন শক্তি সিং। ক্যাপশনে লিখেছেন—‘এক চাকা, (মানালি থেকে লেহ এক চাকার যানে) এটা কি আদৌ সম্ভব?? ৩০ সেপ্টেম্বর সম্প্রচার শুরু।’


হিমালয় পর্বতমালার ভেতর দিয়ে মানালি থেকে লেহ—এই পথ এক দুঃসাহসিক যাত্রা। অনেক রোমাঞ্চপ্রিয় পর্যটক এই পথ জয় করতে চান। পথটি খাড়া পাহাড়, খরস্রোতা পাহাড়ি নদী আর উঁচু সমতলের জন্য বিখ্যাত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও