কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় আবারও আলোচনায় এলো যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে তাদের সর্বশেষ এআই মডেল ক্লাউড সনেট ৪.৫। যেটিকে তারা বিশ্বের সেরা কোডিং মডেল বলে দাবি করেছে।
অ্যানথ্রপিক জানিয়েছে, নতুন মডেলটি কোডিং, কম্পিউটার ব্যবহার এবং ব্যবসায়িক প্রয়োজনে আগের যেকোনো মডেলের তুলনায় অনেক বেশি দক্ষ। বিশেষ করে সাইবার নিরাপত্তা, ফাইন্যান্স ও গবেষণার মতো খাতে এটি কার্যকরভাবে কাজ করতে সক্ষম।
কোম্পানির দাবি, ক্লাউড সনেট ৪.৫ এখন আর শুধু প্রোটোটাইপ নয়। বরং সম্পূর্ণ প্রোডাকশন-রেডি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে। SWE-Bench Verified সহ একাধিক আন্তর্জাতিক কোডিং পরীক্ষায় এই মডেল শীর্ষ পারফরম্যান্স দেখিয়েছে।
অ্যানথ্রপিকের দেওয়া তথ্যে জানা গেছে, ক্লাউড সনেট ৪.৫ টানা ৩০ ঘণ্টা স্বয়ংক্রিয়ভাবে জটিল কাজ সম্পন্ন করতে সক্ষম। তুলনামূলকভাবে এর আগের সংস্করণ অপাস ফোর কেবল ৭ ঘণ্টা চালাতে পারত।
এ ছাড়া এই মডেল ব্যবহারকারীর নির্দেশনা আরও ভালোভাবে বুঝতে ও মানতে পারে। কোড জেনারেশনের মান আগের যেকোনো সময়ের তুলনায় উন্নত হয়েছে।