নাম অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা। নির্বাচন কমিশন নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিতে যে ৭৩টি সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করেছে, তাতে ২৯ নম্বর নামটি এই সংস্থার। ঠিকানার জায়গায় লেখা শুধু সিন্দুরমতি, রাজারহাট, কুড়িগ্রাম।
সড়ক ও বাসার কোনো নম্বর না থাকায় সিন্দুরমতি গিয়ে স্থানীয় লোকজনের কাছে ওই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাওয়া হলো। অনেকেই চিনলেন। একজন নিয়ে গেলেন অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হুমায়ুন কবিরের (সোহাগ) বাড়িতে।
হুমায়ুন কবির বলেন, তাঁর সংস্থার কোনো কার্যক্রম এখন নেই। একসময় প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও নারীদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করত। সংস্থাটির পরিচালনা পর্ষদ সাত সদস্যের। তবে সদস্যরা এখন সক্রিয় নন।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ২০২০ সালে মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে ভিজিডি (দুস্থ নারীদের জন্য চাল সহায়তা) কার্যক্রমের দায়িত্ব পেয়েছিল অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা। কিন্তু আর্থিক অনিয়মের অভিযোগে মহিলাবিষয়ক অধিদপ্তর সংস্থাটির নামে মামলা করে। মামলা এখনো চলমান।
নির্বাচন কমিশন (ইসি) গত রোববার ৭৩টি সংস্থার তালিকা প্রকাশ করে। পত্রিকায় প্রকাশিত ইসির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব সংস্থা নিয়ে কারও কোনো আপত্তি থাকলে ১৫ কার্যদিবসের মধ্যে (২০ অক্টোবর ২০২৫) লিখিতভাবে জানাতে হবে।