শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে পূজারিদের জন্য বেশ কিছু নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা তুলে ধরা হয়।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো ঘটনার সত্যতা যাচাই না করে উত্তেজিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। অনেক সময় এসব ঘটনা গুজব প্রমাণিত হয়।