আজ সবাই স্যামসাংকে চেনে বিশ্বের অন্যতম স্মার্টফোন ও ইলেকট্রনিকস প্রস্তুতকারী কোম্পানি হিসেবে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই বহুজাতিক কোম্পানির শুরুটা হয়েছিল নুডলস বিক্রি দিয়ে।
১৯৩৮ সালে দক্ষিণ কোরিয়ার ডেগু শহরে লি বিয়ং-চুল মাত্র ৩০ হাজার ওন বর্তমান হিসাব অনুযায়ী প্রায় ২৩ ডলার মূলধন নিয়ে ‘স্যামসাং’ নামের এক ছোট্ট ট্রেডিং কোম্পানি প্রতিষ্ঠা করেন।
শুরুতে শুকনো মাছ, ফল, সবজি আর নিজেদের তৈরি নুডলস বিক্রি করত কোম্পানিটি। স্যামসাং নামটির মানে ‘উচ্চাভিলাষ’, তবে প্রথমবার রাজধানী সিউলে সম্প্রসারণের স্বপ্ন থেমে যায় ১৯৪৭ সালের কোরিয়ার যুদ্ধের কারণে।