You have reached your daily news limit

Please log in to continue


পূজায় প্রিয়জনকে কোন গ্যাজেট উপহার দেবেন

দুর্গাপূজা মানেই আনন্দ, সাজসজ্জা আর প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানো। মণ্ডপে ঘুরতে যাওয়া, সারা দিন উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি প্রিয়জনকে ছোট্ট একটি উপহার দিয়ে খুশি করার আনন্দও আলাদা।

ফুল, মিষ্টি, শাড়ি কিংবা গয়না — এসব উপহার তো বরাবরই প্রচলিত। তবে প্রযুক্তির এই যুগে চাইলে আপনি উপহার দিতে পারেন দরকারি কোনো গ্যাজেট, যা হবে একেবারেই আধুনিক। এতে প্রিয় মানুষটি যেমন খুশি হবেন, তেমনি আপনার বাজেটেও চাপ পড়বে না।

চলুন জেনে নেওয়া যাক পূজার মৌসুমে কী কী গ্যাজেট উপহার দিতে পারেন—

১. এলইডি রিং ট্রাইপড

মণ্ডপে ঘুরতে গিয়ে বা পূজার সাজ দেখাতে এখন অনেকেই রিলস বানান। তাই হাতে রাখতে পারেন একটি এলইডি রিং ট্রাইপড। এতে ছবি ও ভিডিও দুটোই হবে ঝকঝকে। দামও হাতের নাগালেই পাওয়া যায়, চাইলে অনলাইনেও অর্ডার করতে পারবেন।

২. ওয়্যারলেস স্পিকার

পূজার ছুটিতে আড্ডা, ভ্রমণ বা একসঙ্গে সময় কাটানোর মুহূর্তে গান শুনতে চাইলে একটি ওয়্যারলেস স্পিকারই যথেষ্ট। ব্লুটুথে সংযুক্ত করলেই বাজবে পছন্দের গান। অনলাইন ও বাজারে ৫০০-১০০০ টাকার মধ্যেই দারুণ মানের স্পিকার পাওয়া যায়।

৩. স্মার্টওয়াচ

স্মার্টওয়াচ শুধু সময় দেখার জন্য নয়, এখন এটি স্বাস্থ্য ট্র্যাকিং, ব্লুটুথ কলিং, গুগল ম্যাপ থেকে মিউজিক — সব সুবিধাই দিচ্ছে। প্রিয়জনকে একটি স্মার্টওয়াচ উপহার দিলে তিনি আনন্দের সঙ্গে ব্যবহার করতে পারবেন প্রতিদিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন