You have reached your daily news limit

Please log in to continue


‘পালিয়ে যাব না, আইনের শাসন ফেরাব’: নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বার্তা

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অব নেপালের (সিপিএন–ইউএমএল) চেয়ারম্যান কে পি শর্মা ওলি ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস না পেরুতেই জনসম্মুখে এসেছেন।

দেশবাসীর উদ্দেশে বার্তায় তিনি নেপাল ছেড়ে পালানোর খবর অস্বীকার করেছেন। এমন গুজব যারা ছড়িয়েছে তাদের সমালোচনা করে ওলি বলেছেন, তিনি দেশ ছেড়ে যাবেন না এবং দেশে আইনের শাসন ফিরিয়ে আনবেন।

চলতি মাসের শুরুতে জেন-জি (তরুণ প্রজন্ম) আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন ওলি। সে সময় তিনি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন বলে খবর শোনা গিয়েছিল।

এবার নেপালের ভক্তপুরের গুন্ডু এলাকায় নিজের ব্যক্তিগত বাসভবনে এক সমাবেশে ওলি বলেন, বর্তমান সরকারের হাতে দেশ ছেড়ে দিয়ে তিনি পালাবেন না।

নেপালের নতুন সরকারকে দোষারোপ করে তিনি বলেন, “সরকারের ভেতর থেকে আমি অনেক গুঞ্জন শুনতে পাচ্ছি। পাসপোর্ট আটকে দেওয়ার কথাও শুনতে পাচ্ছি। তারা আমার সম্পর্কে কি ভেবেছে?

“তারা কি ভাবছে আমি এই দেশ তাদের হাতে হস্তান্তর করে দিয়ে বিদেশে পালিয়ে যাব? না, আমাদেরকে এ দেশ গড়ে তুলতে হবে। আমাদেরকে এই দেশকে একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক দেশ বানাতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন