You have reached your daily news limit

Please log in to continue


টিকটক বা ইনস্টাগ্রাম রিলসের আদলে ‘ভাইবস’ চালু করল মেটা

টিকটক বা ইনস্টাগ্রাম রিলসের আদলে ‘ভাইবস’ নামের নতুন ভিডিও ফিড চালু করেছে মেটা। মেটা এআই অ্যাপ এবং মেটা এআই প্ল্যাটফর্মে ব্যবহার উপযোগী ভিডিও ফিডটিতে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও দেখা যাবে। শুধু তা–ই নয়, চাইলে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নতুন ভিডিওও তৈরি করা যাবে। সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ভিডিও শেয়ার করে নতুন ভিডিও ফিডটি চালুর ঘোষণা দিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ।

মেটার তথ্যমতে, ভাইবস ভিডিও ফিডে ব্যবহারকারীরা চাইলে শুরু থেকে নতুন ভিডিও বানাতে পারবেন অথবা ফিডে থাকা আধেয় (কনটেন্ট) রিমিক্স করে নতুন ভিডিও তৈরি করতে পারবেন। ভিডিও ফিডটিতে বিভিন্ন সম্পাদনা টুল ব্যবহার করে ভিজ্যুয়াল পরিবর্তন, নতুন স্টাইল যোগ, ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্তসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। তৈরি করা ভিডিওগুলো সরাসরি ভাইবস ফিডে পোস্ট করার পাশাপাশি ইনস্টাগ্রাম ও ফেসবুকের স্টোরি বা রিলসে শেয়ার করা যাবে। সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী ফিড সাজিয়ে দেবে মেটার অ্যালগরিদম।

মেটার ‘মিডজার্নি’ ও ‘ব্ল্যাক ফরেস্ট ল্যাবস’-এর সহযোগিতায় চালু করা হয়েছে ভাইবস ভিডিও ফিডটি। তবে মেটা জানিয়েছে, নিজস্ব এআই ভিডিও মডেল তৈরির কাজও এগিয়ে চলছে। মেটার প্রধান এআই কর্মকর্তা আলেকজান্দ্র ওয়াং এক ব্লগ বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন