You have reached your daily news limit

Please log in to continue


৬২ শতাংশ পরিবারে আয়ের অর্ধেক খরচ হয় খাবারের পেছনে: বিবিএস

বাংলাদেশে ৬০ শতাংশেরও বেশি পরিবার তাদের মোট আয়ের অন্তত অর্ধেক খাবারের পেছনে ব্যয় করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

তাদের মধ্যে প্রতি দশটি পরিবারের একটি খাবারের পেছনে ব্যয় করে আয়ের তিন-চতুর্থাংশেরও বেশি। এই পরিসংখ্যান তুলে ধরে প্রতিবেদনটিতে বলা হয়েছে, পরিবারগুলোর আর্থিক পরিস্থিতি এতটাই কতটা।

বৃহস্পতিবার বিবিএসের এক অভ্যন্তরীণ সভায় খাদ্য নিরাপত্তা ও মোকাবিলা কৌশল নিয়ে এই অনুসন্ধানের ফলাফল প্রকাশ করা হয়।

এই গবেষণার তথ্য ২০২৩ সালের জুনে সংগ্রহ ও একই বছরের ডিসেম্বরে প্রকাশ করা হয়। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহযোগিতায় বিবিএস সম্প্রতি এই বিশ্লেষণ সম্পন্ন করে।

বিশ্লেষকদের মতে, মহামারি পরবর্তী সময়ের তুলনায় খাদ্য নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় এই তথ্য এখনো প্রাসঙ্গিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন