You have reached your daily news limit

Please log in to continue


সেজেছে মণ্ডপ, ষষ্ঠীতে শুরু দুর্গোৎসব

আশ্বিনের বাতাসে বইছে শারদীয়ার মিষ্টি গন্ধ। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে আজ (রোববার) থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। সনাতনীদের এই উৎসবটি ঘিরে এরই মধ্যে প্রস্তুত হয়েছে সব মণ্ডপ। উৎসবের আমেজ লেগেছে মন্দির প্রাঙ্গণে।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার অন্যতম প্রাচীন পূজামণ্ডপ ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকার মন্দিরগুলোয় উৎসবের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। প্রতিমা নির্মাণ থেকে শুরু করে প্যান্ডেল সাজানো, আলোকসজ্জা, নিরাপত্তা- কোনো কিছুরই যেন কমতি নেই। মন্দিরের মূল গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে নয়নাভিরাম আলোকসজ্জা ও রঙিন সাজসজ্জায় সাজানো মণ্ডপ। মূল মণ্ডপের ভেতরে দাঁড়িয়ে রয়েছেন দশভুজা দেবী দুর্গা, একদম চিরচেনা রূপে।

এদিকে মণ্ডপ প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থাও দৃশ্যমান। মন্দির প্রাঙ্গণের চারদিকে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পুলিশ, র‍্যাব ও ডিএমপির পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স। স্বেচ্ছাসেবক টিমও কাজ করছে নিরলসভাবে। সিসি ক্যামেরার মাধমে মণ্ডপ প্রাঙ্গণে র‍্যাবের কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক নজরদারি করতেও দেখা গেছে। এছাড়া মন্দির প্রাঙ্গণে উপস্থিত দর্শনার্থী ও ভক্তদের উপস্থিতির চিত্রও ছিল চোখে পরার মতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন