You have reached your daily news limit

Please log in to continue


কলেজে ভর্তিতে নেই সোয়া লাখ শিক্ষার্থী, ‘ঝরে পড়ার শঙ্কা’

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেও সোয়া লাখ শিক্ষার্থী বিভিন্ন কলেজ-মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তি হননি। ফলে মাধ্যমিকের গণ্ডি পার হয়েই তাদের ঝরে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

চলতি বছরের এসএসসি ও দাখিল উত্তীর্ণ হওয়ার পর একাদশে ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৬ হাজার ৫৯৭ জন।

তবে চার ধাপে আবেদন করে বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় ১০ লাখ ৮০ হাজার ৯১ জন শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। সে হিসাবে ১ লাখ ২৬ হাজার শিক্ষার্থী একাদশে ভর্তির চেষ্টাও করেননি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ সেই শিক্ষার্থীদের ঝরে পড়ার আশঙ্কা করছেন। কী কারণে তারা একাদশের ভর্তিতে নেই, সে ব্যাপারে তথ্য পেতে বিশদ গবেষণা প্রয়োজন বলে মনে করেন তিনি।

তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, একাদশে ভর্তি না হওয়া শিক্ষার্থীরা কোথায়, সেই তথ্য পেতে আরও অপেক্ষা করতে হবে। কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তির তথ্য পেলে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে।

গত ১০ জুলাই চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী পাস করেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন