You have reached your daily news limit

Please log in to continue


চিনিতে লোকসান, তবু ৮৮ বছরে সর্বোচ্চ লাভে কেরু

চিনি উৎপাদন করে লোকসান দেওয়ার পরও প্রতিষ্ঠার ৮৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি লাভ করেছে কেরু অ্যান্ড কোম্পানি।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান বলেন, ২০২৪-২৫ অর্থবছরে চিনিকলটি প্রতিষ্ঠার পর থেকে রেকর্ড সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে। সরকারের রাজস্ব খাতে ১৪০ কোটি এবং চিনি কারখানার প্রায় সাড়ে ৬২ কোটি টাকা লোকসান পুষিয়েও এবার মুনাফা হয়েছে ১২৯ কোটি ৫৪ লাখ ৭৪ হাজার টাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, চিনিকলটি প্রতিষ্ঠা হয়েছে ১৯৩৮ সালে। পুরনো আমলের যন্ত্র দিয়ে কোনোরকমে চালিয়ে নেওয়া হচ্ছে মিলটিকে। চিনি উৎপাদনের সময় মাঝেমধ্যেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এসব কারণে চিনিখাতে লাভবান হওয়া যায়নি।

এ অর্থবছরে ডিস্টিলারি বিভাগে ফরেন লিকার উৎপাদন হয়েছে দুই লাখ পাঁচ হাজার ২২০ কেইস, সিএস কান্ট্রি স্পিরিট উৎপাদিত হয়েছে ২৪ লাখ ৮৯ হাজার প্রুফ লিটার, ভিনেগার উৎপাদিত হয়েছে ২১ হাজার লিটার, যা বিক্রি করে চিনিকলে এসেছে ১৯০ কোটি ২৬ লাখ ৭৭ হাজার টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন