আজ থেকে শুরু ইসির নির্বাচনী সংলাপ

ডেইলি স্টার প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাবিদ, সুশীল সমাজ, বুদ্ধিজীবীদের সঙ্গে আজ রোববার সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।


গতকাল শনিবার বিকেলে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।


তিনি বলেন, রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ৩০ সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের সঙ্গে সংলাপ করবে ইসি। এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩৩ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপ করবে।


তিনি আরও বলেন, ইসির সঙ্গে অংশীজনদের সংলাপটি ইসির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।


এদিকে অক্টোবরের মাঝামাঝিতে ইসি নিবন্ধিত রাজনৈতিক দল, নারী প্রতিনিধি, জুলাইযোদ্ধা ও গণমাধ্যমকর্মীর সঙ্গে নির্বাচনী সংলাপে বসার কথা আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও