You have reached your daily news limit

Please log in to continue


নতুন বাংলাদেশে পুরোনো রাজনীতির দিন শেষ : আমীর খসরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে জনগণের প্রত্যাশা পরিবর্তিত হচ্ছে। জনগণ বিএনপিকে একটি আদর্শ দল হিসেবে দেখতে চায়। নতুন বাংলাদেশে পুরোনো রাজনীতির দিন শেষ। জুলাই অভ্যুত্থানের পর মানুষের মনস্তাত্ত্বিক চিত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

শনিবার (২৭ জুলাই) রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ‘জিয়া সুইমিং কার্নিভাল’ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমীর খসরু এসব কথা বলেন।

রাজনীতিতে ধ্যান-ধারণার পরিবর্তন জরুরি উল্লেখ করে আমীর খসরু বলেন, যে পরিবর্তন রাজনীতিতে এসেছে, সেটি গ্রহণ করতে হবে। জনগণ বিএনপিকে একটি আদর্শিক দল হিসেবে দেখতে চায়। আমরা যদি সেটা ধারণ করতে না পারি, তাহলে এই দেশ গড়ে তুলতে পারব না।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বর্তমান রাজনীতিতে ভিশন ও দূরদৃষ্টি থাকা জরুরি। গৎবাঁধা রাজনীতির মাধ্যমে আর এগোনো যাবে না। জনগণকে নতুন নতুন ধারণার মাধ্যমে অনুপ্রাণিত করতে হবে, বিশেষ করে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ক্রীড়াঙ্গনকে একটি ভিন্ন মাত্রায় উন্নীত করতে হবে। রাজনীতি ও অর্থনীতির পাশাপাশি খেলাধুলাকেও গণতান্ত্রিক করতে হবে, যাতে দেশের সব মানুষ সমানভাবে সুযোগ পায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন