You have reached your daily news limit

Please log in to continue


উড়ানের সময় ককপিটের দরজা খোলা থাকে কেন জানেন?

ফ্লাইট ডেক হলো বিমানের সবকিছু নিয়ন্ত্রণের কেন্দ্র। এটি সাধারণত উড়ন্ত অবস্থায় তালাবদ্ধ থাকে। বিমানে আরোহণের সময় যদি বিমানের সামনের দিকে তাকিয়ে ফ্লাইট ডেক ডোর বা ককপিট ডোর খোলা দেখেন, তাহলে প্রশ্ন জাগতে পারে, কেন এমনটি হয়। এর কারণ আসলে বেশ সহজ।

গুরুত্বপূর্ণ সমন্বয়

বিমানবন্দর থেকে একটি বিমান ছেড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তগুলো পুরোপুরি যোগাযোগের ওপর নির্ভরশীল। এই আদান-প্রদান যাত্রীদের চোখে খুব কমই ধরা পড়ে। যদি না তাঁরা খুব মনোযোগী হন। বেসরকারি জেট চার্টার কোম্পানি সিরিয়াস এভিয়েশন সার্ভিসেসের সুরক্ষা পরিচালক কোরি লেন বলেন, ‘পাইলট এবং ফ্লাইট অ্যাটেনডেন্টরা সক্রিয়ভাবে ফ্লাইটের বিবরণ, যাত্রীসংখ্যা, জ্বালানির অবস্থা, আবহাওয়া এবং শেষ মুহূর্তের যেকোনো পরিবর্তন নিয়ে আলোচনা করেন।’ কোরি লেন বলেন, দরজা খোলা রাখলে পাইলটরা ককপিট সিল করার আগে একে অন্যের এবং কর্মীদের সঙ্গে আরও দ্রুত কথা বলতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন