You have reached your daily news limit

Please log in to continue


অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে আমাজনের সব গাছ, কারণ কী

জলবায়ু পরিবর্তনের কারণে আমাজন রেইন ফরেস্ট বা চিরহরিৎ বনের সব ধরনের গাছ আগের চেয়ে মোটা হয়ে উঠছে বলে জানা গেছে এক নতুন গবেষণায়। গবেষকেরা বলছেন, বাতাসে কার্বন ডাই-অক্সাইডের (CO2) পরিমাণ বেড়ে যাওয়ায় আমাজনের গাছপালা বেশি পুষ্টিকর পরিবেশ পাচ্ছে। এর ফলে ১৯৭০-এর দশক থেকে শুরু করে প্রতি দশকে গাছের গোড়া ৩ দশমিক ৩ শতাংশ হারে বেড়েছে।

এক বিবৃতিতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিডসের ট্রপিক্যাল ইকোলজি ও কনজারভেশন বিভাগের অধ্যাপক এবং গবেষণার সহলেখক টিম বেকার বলেন, ‘আমরা আগে থেকেই জানতাম, অক্ষত আমাজন বনের গাছগুলোতে মোট কার্বনের পরিমাণ বাড়ছে। তবে এই নতুন গবেষণা দেখায়, সব আকারের গাছই বড় হয়েছে। অর্থাৎ, গোটা বনেই পরিবর্তন এসেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন