You have reached your daily news limit

Please log in to continue


পুঁজিবাজারে সাপ্তাহিক গড় লেনদেন কমেছে ১৭ শতাংশ

গেল সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের (২১ থেকে ২৫ সেপ্টেম্বর) মধ্যে ৩ দিনই বাজার ঊর্ধ্বমুখী ছিল। তা সত্ত্বেও আলোচিত সপ্তাহে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক কমেছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হয়েছে। আর এক্সচেঞ্জটির গড় লেনদেন গত সপ্তাহের ধারাবাহিকতায় প্রায় ১৭ শতাংশ কমেছে। ডিএসইর বাজার মূলধনও সপ্তাহের ব্যবধানে সামান্য কমেছে। 

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সপ্তাহে ৩৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪১৫ পয়েন্টে অবস্থান নিয়েছে। আগের সপ্তাহ শেষে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৪৫০ পয়েন্টে। বাছাই করা ৩০ কোম্পানির সূচক ডিএস ৩০ কমেছে ৪ পয়েন্ট, সূচকটির বর্তমান অবস্থান ২ হাজার ১০৩ পয়েন্টে। আগের সপ্তাহে যা ২ হাজার ১১১ পয়েন্ট ছিল। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৭ পয়েন্ট কমে ১ হাজার ১৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ১৭৮ পয়েন্টে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন