You have reached your daily news limit

Please log in to continue


সুন্দরবন যাচ্ছেন? আপনার ভ্রমণ সহজ করবে এই ১০ তথ্য

১. ঢাকা থেকে বাসে বা ট্রেনে সরাসরি খুলনায় যাওয়া যায়। খুলনাগামী নন-এসি বাসের ভাড়া ৬৫০ থেকে ৮০০ টাকা। এসি বাসের ভাড়া ৭৫০ থেকে ১ হাজার ৪০০ টাকা। ঢাকা থেকে খুলনায় যাওয়ার বেশ কয়েকটি ট্রেনও রয়েছে।

২. খুলনা, বাগেরহাটের মোংলা ও সাতক্ষীরার শ্যামনগর থেকে সুন্দরবন ভ্রমণ করা যায়। তবে লঞ্চ বা জাহাজে যেতে হলে খুলনা ও মোংলা থেকে যেতে হবে।

৩. পর্যটকদের সুন্দরবন ঘুরিয়ে দেখানোর জন্য বাগেরহাটের মোংলা, খুলনার চালনা ও সাতক্ষীরার মুন্সিগঞ্জ এলাকায় অনেক ট্রলার রয়েছে। এক দিনের সফরের জন্য মোংলা থেকে পশুর নদ হয়ে করমজল ও হাড়বাড়িয়া, খুলনা থেকে রূপসা-শিবসা নদী হয়ে কালাবাগী ও শেখেরটেক এবং সাতক্ষীরার মুন্সিগঞ্জ থেকে কলাকাছিয়া ও দোবেকীতে ট্রলার নিয়ে যাওয়া যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন