
নখের রং বদল কি কোনো রোগের লক্ষণ
প্রথম আলো
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪
নখের সৌন্দর্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আর তাই আমরা নেইল পলিশ ও নেইল আর্ট দিয়ে নখ সাজাই। কিন্তু জানেন কি, এই নখ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি আপনার স্বাস্থ্যেরও একটি প্রতিফলন? নখের আকৃতি বা রঙের পরিবর্তন প্রায়ই শরীরের অভ্যন্তরীণ কোনো সমস্যার ইঙ্গিত দেয়।
নখের রং পরিবর্তনের বিভিন্ন কারণ থাকতে পারে। এটি নখের নিজস্ব সমস্যার কারণ হতে পারে, যেমন নখে আঘাত লাগা, ত্বকের কোনো অসুখ বা শরীরের অন্য কোনো গুরুতর রোগের লক্ষণও হতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- নখের স্বাস্থ্য