You have reached your daily news limit

Please log in to continue


রাষ্ট্র হিসেবে স্বীকৃতি: ফিলিস্তিনিদের দেওয়া এক ফাঁপা উপহার

যেদিন বিশ্ব ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল, সেদিন আমি ও আলোকচিত্রী অ্যালেক্স লেভ্যাক গিয়েছিলাম পশ্চিম তীরের পূর্ব প্রান্তে অবস্থিত একটি ফিলিস্তিনি গ্রামে। তার আগের দিনই কাছেই অবৈধভাবে গড়ে তোলা (ইহুদি) বসতি থেকে কয়েকজন গিয়ে গ্রামটিতে হানা দেয় ও অস্ত্রের জোরে রীতিমতো ডাকাতি করে ডজনখানেক মেষ নিয়ে আসে।

যেদিন জাতিসংঘে দ্বিরাষ্ট্র সমাধানবিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয় এবং যেদিন ১০টি পশ্চিমা দেশ, ইতিমধ্যে যারা এই ‘কল্পিত’ রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, তাদের কাতারে যোগ দেয়, সেদিন পশ্চিম তীরের অ্যালন রোডে প্রায় কোনো ফিলিস্তিনি যানবাহন দেখা যায় না। কারণ, পশ্চিম তীরের প্রায় সব রাস্তাই এখন লৌহকপাট দিয়ে আটকানো। ইসরায়েলি সামরিক কমান্ডারদের খেয়ালখুশিমতো সেগুলো খোলা ও বন্ধ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন