বিনোদনজগতের তারকাদের নিয়ে গুঞ্জনের শেষ নেই। প্রেম-বিয়ে থেকে শুরু করে ব্যক্তিগত নানা ঘটনা—সব নিয়েই ভক্তদের কৌতূহল। আর সেই কৌতূহল থেকেই জন্ম নেয় নানা গুঞ্জন। চলতি সপ্তাহেও এমন কিছু গুঞ্জন ছড়িয়েছে, যা নিয়ে আলোচনা ছিল ভক্ত-দর্শকের মধ্যে। এগুলো সত্যি, নাকি নিছক রং চড়ানো গল্প?
আসলেই কি শাকিবের নায়িকা
হানিয়া আমির ঢাকায় আসার পর গুঞ্জন ছড়ায়, শাকিব খানের নায়িকা হচ্ছেন তিনি। ঢাকার পাঁচ তারকা একটি হোটেলে একটি পণ্যের প্রচারণা অনুষ্ঠানে অংশ নেন এই পাকিস্তানি অভিনেত্রী। সেখান থেকেই ঘটনার সূত্রপাত, সেখানে উপস্থাপক জানতে চান, ‘শাহরুখ খান নাকি শাকিব খান—কে আপনার পছন্দ?’