
জ্বর হলে কী করবেন
যুগান্তর
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭
জ্বর হলে প্রচুর তরল পান করুন, পর্যাপ্ত বিশ্রাম নিন এবং কুসুম গরম পানি দিয়ে হালকা গোসল করতে পারেন। ডেঙ্গু, চিকুনগুনিয়া, টাইফয়েড বা অন্য কোনো গুরুতর অসুস্থতার লক্ষণ দেখা গেলে দ্রুত ডাক্তারের কাছে যাওয়া জরুরি।
* করণীয়
▶ প্রচুর তরল পান করুন : জ্বর হলে শরীর পানিশূন্য হয়ে যেতে পারে, তাই প্রচুর পরিমাণে জল, ডাবের পানি, ফলের রস বা ওআরএস পান করুন।
▶ পর্যাপ্ত বিশ্রাম নিন : শরীরকে দ্রুত সুস্থ করার জন্য পর্যাপ্ত বিশ্রাম নেওয়া খুব জরুরি।
▶ হালকা গরম পানি দিয়ে গোসল করুন : হালকা গরম পানি দিয়ে গোসল করলে শরীরের তাপমাত্রা কমে এবং শরীর সতেজ হয়।
▶ হালকা পোশাক পরুন : হালকা ও আরামদায়ক পোশাক পরুন, যাতে শরীর সহজে শ্বাস নিতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- জ্বর
- সর্দি কাশি জ্বর