ভয়েস ও টেক্সটের মাধ্যমে ছবি এডিট হবে গুগল ফটোজে
বণিক বার্তা
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন এআই-চালিত ফটো এডিটিং ফিচার ঘোষণা করেছে গুগল। ব্যবহারকারীরা ভয়েস বা টেক্সটের মাধ্যমে ছবির এডিটিং নির্দেশনা দিতে পারবেন। গুগলের জেমিনি এআই দ্বারা পরিচালিত সুবিধাটি প্রথমে যুক্তরাষ্ট্রের পিক্সেল ১০ ডিভাইসের জন্য গত আগস্টে চালু হয়। ফিচারটি আলো সামঞ্জস্য করা বা ছবির অপ্রয়োজনীয় অংশ সরানোর মতো সাধারণ এডিটিং করতে এবং পুরনো ছবিও পুনরুদ্ধার করতে সক্ষম। এছাড়া ছবিতে কল্পনাধর্মী এআই উপাদান যোগ করাও সম্ভব। খবর টেকক্রাঞ্চ