বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অন্তত ১৫০টি আসন চিহ্নিত করেছে, যেখানে আসন্ন জাতীয় নির্বাচনে শক্তিশালী প্রার্থী মনোনয়নে সমস্যার আশঙ্কা রয়েছে। এমনটাই জানিয়েছেন দলটির নেতারা।
তাদের দাবি, অভ্যন্তরীণ জরিপ ও তৃণমূল নেতাদের প্রতিবেদনের ভিত্তিতে বাকি ১৫০ আসনে একজন করে প্রার্থী চূড়ান্ত করতে তেমন কোনো সমস্যা হচ্ছে না।
বিএনপির এক নেতা বলেন, '১৫০ আসনে যোগ্য প্রার্থী নেই, প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জেতার সম্ভাবনাও কম। যদি বিরোধীরা বিএনপির দুর্বল প্রার্থীর সুযোগ নেয়, তাহলে দল ক্ষতিগ্রস্ত হবে।'
মনোনয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্তরা প্রার্থী সংকটের কয়েকটি কারণ উল্লেখ করেছেন। তার মধ্যে রয়েছে—সম্ভাব্য প্রার্থীদের মৃত্যু, জনপ্রিয়তা কমে যাওয়া, বয়সজনিত সমস্যা ও কিছু আসনে অতিরিক্ত প্রার্থী।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্য দ্য ডেইলি স্টারকে জানান, এসব আসনে বিএনপি ১০০ জনেরও বেশি নতুন প্রার্থীর বিষয়ে বিবেচনা করছে।