ভারতীয় গায়ক জুবিন গার্গ মারা গেছেন ১৯ সেপ্টেম্বর। তাঁর চলে যাওয়ায় স্তব্ধ হয়ে গেছে সংগীতজগৎ। প্রিয় শিল্পীর মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর ভক্তরা। জুবিন গার্গের মৃত্যুতে আসাম সরকার ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।
এই শোক ছুঁয়ে গেছে সব শ্রেণি–ধর্ম–পেশার মানুষকে। মৃত্যুর পরই লেখক-উপন্যাসিক রীতা চৌধুরীর সঙ্গে করা জুবিনের শেষ পডকাস্ট ভাইরাল হয়। সেখানেই নিজের মৃত্যুতে আসামের মানুষের প্রতিক্রিয়া কেমন হবে, তা আগেই বলেছিলেন তিনি। ভবিষ্যদ্বাণী করে জুবিন বলেছিলেন, ‘আমি যদি আসামে মারা যাই, আসাম ৭ দিন থমকে যাবে।’ শেষযাত্রায় আসাম থেকে সে ভালোবাসাই যেন পেয়েছিলেন জুবিন। তাঁর মৃত্যুতে যেন সবকিছুই থেমে গিয়েছিল।