দেশে সুষ্ঠু ও টেকসই ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে প্রতিযোগিতা আইন কার্যকরভাবে বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন বিনিয়োগকারীরা। গতকাল বৃহস্পতিবার ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে উঠলে ভোক্তার স্বার্থ যেমন রক্ষা পাবে, তেমনি বিনিয়োগ ও কর্মসংস্থানও বাড়বে।
রাজধানীর গুলশানে ফিকি কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘প্রতিযোগিতা আইন, ২০১২ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যাবলিবিষয়ক অবহিতকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান। ফিকির সভাপতি জাভেদ আখতারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্য সুমিতাভা বসু, সদস্য কোম্পানির প্রতিনিধিরা এবং প্রতিযোগিতা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।