
ফিফা বিশ্বকাপের মাসকট প্রকাশ
ক্রমেই এগিয়ে আসছে ফিফা বিশ্বকাপের সময়। ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর ১ বছরও বাকি নেই। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে বিশ্বকাপের মাসকট। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া আসরের আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে প্রতিনিধিত্ব করবে তিনটি প্রাণী চরিত্র- ‘ক্লাচ’, ‘জায়ু’ ও ‘ম্যাপল।’
ফিফার বিবৃতিতে জানানো হয়, প্রতিটি মাসকট তাদের নিজ নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। নতুন মাসকট নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ম্যাপল, জায়ু আর ক্লাচ হচ্ছে আনন্দ, শক্তি আর একতার প্রতীক। ফিফা বিশ্বকাপের মূল চেতনাকেই ধারণ করছে তারা।’
‘ম্যাপল দ্য মুজ’ (কানাডিয়ান হরিণ) কানাডার সব প্রদেশ ও অঞ্চলে ভ্রমণ করে মানুষের সঙ্গে যোগাযোগ ও সংস্কৃতিকে তুলে ধরে। তিন মাসকটের মাঝে এটির ভূমিকা গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে। আরেক মাসকট ‘ক্লাচ দ্য ঈগল’ যুক্তরাষ্ট্রের আকাশে উড়ে বেড়ানো এক আত্মবিশ্বাসী চরিত্র, যে মাঠে মধ্যমাঠে খেলে দলের সমন্বয় ঘটায়।
- ট্যাগ:
- খেলা
- মাসকট উন্মোচন