ঢাকা বা দেশের চাকরিজীবী বাইকাররা সারা সপ্তাহ অফিসে আসা–যাওয়ার ধকলের মাঝে প্রিয় বাইকটির যত্ন নেওয়ার সুযোগ কমই পান। শুক্রবার বা ছুটির দিনেই থাকে সামান্য ফাঁকফোকর। কিন্তু সেদিনও ঘোরাঘুরির প্ল্যান থাকায় বড় কোনো কাজ করা বেশ কঠিন। তবু অল্প কিছু সময় বের করে নেওয়া গেলে বাইকের কয়েকটি ছোট যত্নই সারা সপ্তাহ তার পারফরম্যান্স ধরে রাখতে পারে ফুরফুরে।
চলুন জেনে নেওয়া যাক ছুটির দিনে অল্প সময়েই কীভাবে বাইকের যত্ন নিতে পারেন—
বাইক ধোয়া : প্রথমেই বাইকটিকে ভালোভাবে ধুয়ে নিন। একটি নরম স্পঞ্জ বা মাইক্রোফাইবার কাপড় দিয়ে পুরো বাইক পরিষ্কার করুন। বাইকের চাকা, ইঞ্জিন এবং অন্যান্য অংশ থেকে ধুলো-ময়লা দূর করুন। এরপর বাইক শুকিয়ে নিন। মনে রাখবেন, বাইক ধোয়ার পর ভালোভাবে শুকানো জরুরি, নাহলে মরিচা পড়তে পারে।