You have reached your daily news limit

Please log in to continue


মিগ–২৯ পেল ইরান, রাশিয়া–চীন দিচ্ছে ‘বিপুলসংখ্যক’ সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

রাশিয়ার তৈরি মিগ-২৯ যুদ্ধবিমান ইরানে পৌঁছেছে। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আবুলফজল জোহরেবান্দ গত মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, স্বল্পমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এসব যুদ্ধবিমান আনা হয়েছে। ধাপে ধাপে আরও উন্নত সুখোই-৩৫ যুদ্ধবিমান আসবে। পাশাপাশি, রাশিয়া ও চীন থেকে বিপুলসংখ্যক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার কথাও বলেছেন তিনি।

ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে, জোহরেবান্দ বলেছেন, মিগ-২৯ যুদ্ধবিমানগুলো এখন শিরাজে অবস্থান করছে। অন্যদিকে রাশিয়ার সুখোই সু-৩৫ যুদ্ধবিমানও ইরানের পথে আছে।

তিনি আরও জানান, চীনের তৈরি এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাশিয়ার এস-৪০০ সিস্টেমও বিপুল পরিমাণে সরবরাহ করা হচ্ছে। তাঁর ভাষায়, ‘মিগ-২৯-এর এই সরবরাহ স্বল্পমেয়াদি সমাধান। দীর্ঘমেয়াদে ইরানের ভরসা হবে রাশিয়ার সু-৩৫ যুদ্ধবিমান এবং চীনের এইচকিউ-৯ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন