
খ্যাতির বিড়ম্বনা: ওভারট্যুরিজমের ভারে ধুঁকছে 'সবচেয়ে সুন্দর গ্রাম' বাইবারি
যুক্তরাজ্যের বাইবারি (Bibury) গ্রামকে এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের বিলাসবহুল ট্যুর অপারেটর আনফরগেটেবল ট্র্যাভেল কোম্পানি কর্তৃক বিশ্বের সবচেয়ে সুন্দর গ্রাম হিসেবে উল্লেখ করেছে। গ্রামটি রিভার কলনের তীরে অবস্থিত, যা টেমস নদীর একটি উপনদী এবং এটি কটসওল্ডস থেকে উৎপত্তি লাভ করেছে। এর বর্ণনায় লেখা হয়েছে, ‘কটসওল্ডসের হৃদয়ে অবস্থিত বাইবারি জলরঙের স্বপ্নের মতো উন্মোচিত হয়, যেখানে মধুরঙা কুটিরগুলো আর্লিংটন রো ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এগুলোর শ্যাওলা ধরা ছাদ ফিসফিস করে ১৪০০ শতকের তাঁতিদের গল্প বলে।’ একসময় ঔপন্যাসিক উইলিয়াম মরিস যাকে ‘ইংল্যান্ডের সবচেয়ে সুন্দর গ্রাম’ বলে আখ্যা দিয়েছিলেন, সেই কটসওল্ডসের শান্ত গ্রাম বাইবারি এখন পর্যটকদের ভিড়ে দিশেহারা। সাম্প্রতিক সময়ে টিকটক এবং অন্যান্য সামাজিক মাধ্যমের প্রভাবে ভ্রমণপ্রভাবিতদের সংখ্যা বেড়ে গেছে সেখানে। সেলফি-প্রেমী দর্শনার্থীদের ঢল বাইবারির সরু গলিগুলো ভরে তুলেছে। এই অতি-পর্যটন গ্রামের ৬০০ জন বাসিন্দার জন্য 'সৌন্দর্যের অভিশাপ' হয়ে দাঁড়িয়েছে।
গ্রামের প্যারিশ কাউন্সিলের চেয়ারম্যান ক্রেইগ চ্যাপম্যান বাইবারির এই অবস্থাকে একটি সম্পূর্ণ দ্বিমুখী তলোয়ার হিসেবে বর্ণনা করেছেন। ফোর্বস ম্যাগাজিন ২০২৫ সালে বিশ্বের ৫০টি সবচেয়ে সুন্দর গ্রামের তালিকায় বাইবারিকে শীর্ষস্থান দেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে।