You have reached your daily news limit

Please log in to continue


আইফোনের কোন কোন যন্ত্রাংশ বানায় স্যামসাং?

স্মার্টফোনের জগতে একে অপরের প্রতিদ্বন্দ্বী অ্যাপল ও স্যামসাং। প্রতি বছর নিজেদের ফ্ল্যাগশিপ মডেলে একে অপরকে টপকে যাওয়ার চেষ্টা করে কোম্পানি দুটি।

তবে মজার বিষয় হচ্ছে আইফোনের কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরিতে বহু বছর ধরে স্যামসাংয়ের ওপরই ভরসা করে আসছে অ্যাপল।

ডিসপ্লে

২০১৭ সালে আইফোন এক্স বাজারে আসার পর থেকেই নিজেদের ওএলইডি ডিসপ্লের জন্য মূলত ‘স্যামসাং ডিসপ্লে’-এর ওপর নির্ভরশীল আইফোন নির্মাতা কোম্পানিটি। বর্তমানে অ্যাপল এলজি ও বিওই-এর মতো অন্যান্য কোম্পানি থেকে সরবরাহ নেওয়ার চেষ্টা করলেও এক্ষেত্রে স্যামসাং শীর্ষস্থান ধরে রেখেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট স্ল্যাশগিয়ার।

কারণ খুবই সহজ, অ্যাপলের বিশাল পরিমাণ উৎপাদন চাহিদা অনুসারে স্যামসাংয়ের ওএলইডি প্রযুক্তির মতো মানসম্পন্ন কিছু আর কেউ দিতে পারে না। অ্যাপলের চাহিদা অনুসারে, নিজেদের বিভিন্ন ডিসপ্লে প্যানেলে উজ্জ্বলতা ও রঙের নিখুঁত মান বজায় রাখে স্যামসাং।

নতুন ধরনের ডিসপ্লে প্রযুক্তি তৈরির ক্ষেত্রে বেশিরভাগ সময় সবার আগে থাকে স্যামসাং। যেমন, ‘প্রোমোশন’ প্রযুক্তির একশ ২০ হার্টজ রিফ্রেশ রেট চালাতে যে ‘এলটিপিও ওএলইডি’ ডিসপ্লের দরকার সেটিও স্যামসাং-ই আগে তৈরি করেছে।

চিপ

দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটি কেবল স্ক্রিনেই আটকে নেই, বরং আইফোনে ব্যবহৃত অত্যাধুনিক মেমোরি চিপ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্যামসাং।

অ্যাপলের প্রতিটি আইফোনের মূল চালিকাশক্তি এ-সিরিজের বিভিন্ন প্রসেসর বা চিপ। সম্পূর্ণভাবে অ্যাপলের নিজস্ব ডিজাইন হলেও অনেকেই হয়ত জানেন না, এসব চিপ তৈরি প্রক্রিয়ায় স্যামসাংও দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন