হৃদযন্ত্র আমাদের শরীরের ইঞ্জিনের মতো। নিরবচ্ছিন্নভাবে রক্ত পাম্প করে পুরো দেহে প্রাণ জোগায়। কিন্তু যখন এই ইঞ্জিনের রাস্তায় বাধা তৈরি হয়, তখন তা হয়ে ওঠে বিপদের সংকেত। এই বাধার নামই হার্ট ব্লকেজ।
যা মূলত হৃদপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনীতে জমা চর্বি বা অন্যান্য উপাদানের কারণে সৃষ্টি হয়। হার্ট ব্লকেজ ধীরে ধীরে গড়ে উঠলেও, শরীর আগেভাগেই কিছু সতর্ক সংকেত পাঠাতে শুরু করে। সময়মতো লক্ষণগুলো চিনে নিতে পারলে অনেক বড় বিপদ এড়ানো সম্ভব। চলুন, জেনে নিই হার্ট ব্লকেজের সাধারণ লক্ষণগুলো কী কী।
বুকে চাপ বা জ্বালাপোড়া (এনজাইনা)
হৃদরোগের সবচেয়ে পরিচিত উপসর্গ এটি। বুকের মাঝখানে ভারী চাপ, জ্বালা বা ব্যথা অনুভব হতে পারে, যা কাঁধ, বাহু, পিঠ বা গলায় ছড়িয়ে পড়তে পারে। এই ব্যথা যদি বারবার হয়, অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।
সহজেই শ্বাসকষ্ট হওয়া
সিঁড়ি ভাঙা, হালকা হাঁটা বা দৈনন্দিন কাজে হঠাৎ শ্বাস নিতে কষ্ট হওয়া হার্ট ব্লকেজের ইঙ্গিত হতে পারে। ব্লকেজ থাকলে হৃদপিণ্ডে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না, ফলে শ্বাসকষ্ট দেখা দেয়।
অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা
দিনভর ক্লান্ত লাগা, বিশ্রামের পরেও শক্তি না পাওয়া এমন লক্ষণও হার্ট ব্লকেজের সঙ্গে সম্পর্কিত হতে পারে। রক্তপ্রবাহ ব্যাহত হলে শরীর পর্যাপ্ত শক্তি পায় না, ফলে দুর্বলতা দেখা দেয়।
মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া
হার্টে রক্ত চলাচলে সমস্যা হলে মস্তিষ্কও ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে মাথা ঘোরা, ঝিমঝিম ভাব বা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।