You have reached your daily news limit

Please log in to continue


‘ভার্জিন’ সালমান বললেন, শিগগিরই বাবা হতে চান

গতকাল বৃহস্পতিবার রাতে প্রচারিত হয়েছে কাজল ও টুইঙ্কল খান্নার নতুন শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেলের’ প্রথম পর্ব। অ্যামাজন প্রাইমের শোতে প্রথম পর্বের অতিথি ছিলেন আমির খান ও সালমান খান। এদিন অনুমিতভাবেই নানা গল্পের ঝাঁপি খুলে বসেছিলেন দুই তারকা। তবে সব ছাপিয়ে আলোচনায় বিয়ে, সন্তান নিয়ে সালমান খানের মন্তব্য।

কথোপকথনের একপর্যায়ে টুইঙ্কল মজা করে বলেন, ‘সালমান নিজেই বলে সে ভার্জিন।’ এ কথা শুনে সালমান মাথা নেড়ে সম্মতি দেন। সঙ্গে টুইঙ্কল যোগ করেন, আমিরের সঙ্গে এর কোনো মিল নেই। কারণ, তিনি জীবনে একাধিকবার বিয়ে করেছেন।

সালমানের পুরোনো ‘ভার্জিন’বিতর্ক

এই প্রথম নয়, সালমান আগেও নিজেকে ভার্জিন উল্লেখ করেছেন। ২০১৩ সালে করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণের’ প্রথম পর্বে ৪৭ বছর বয়সী সালমান দাবি করেছিলেন, তিনি এখনো ‘ভার্জিন’। তিনি বলেছিলেন, ‘আমার কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না। আমি সেই মানুষটার জন্য নিজেকে বাঁচিয়ে রাখব, যাকে একদিন বিয়ে করব।’

করণ জোহর অবিশ্বাস নিয়ে প্রশ্ন করেন, ‘তুমি বলছ, তুমি ভার্জিন?’ গম্ভীর ভঙ্গিতে সালমান উত্তর দেন, ‘হ্যাঁ।’ আর মুচকি হেসে যোগ করেন, ‘আমার বন্ধু আছে, কিন্তু কোনো বেনিফিট নেই।’

তবে ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেলে’ প্রেমিকাদের প্রসঙ্গ উঠতেই খানিক ভিন্ন সুরে কথা বলেন সালমান। তিনি জানান, ‘কয়েকজনকে সম্পূর্ণ এড়িয়ে চলি। দৌড়ে পালিয়ে যাই। এটা অভদ্রতা নয়, বরং যাতে অন্যের মনে পুরোনো সম্পর্কের ছায়া না পড়ে।’ তবে সব সাবেকই যে দূরে, তা নয়—‘সঙ্গীতা (বিজলানি) পরিবারে মতোই, সবসময় কাছের মানুষ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন