You have reached your daily news limit

Please log in to continue


হুতিদের ড্রোন-ক্ষেপণাস্ত্রের পাল্টায় ইয়েমেনে ইসরায়েলি হামলা, নিহত ৮

ইরানঘনিষ্ঠ হুতিদের একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাল্টায় ইয়েমেনের রাজধানী সানায় ‘সবচেয়ে শক্তিশালী হামলা’ চালানোর দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, তাদের ডজনের বেশি যুদ্ধবিমান সানায় হুতিদের সামরিক, নিরাপত্তা ও গোয়েন্দা সংশ্লিষ্ট নিশানা লক্ষ্য করে বোমা ছুড়েছে।

হুতি পরিচালিত ইয়েমেন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এ হামলার নিন্দা জানিয়ে একে ইসরায়েলের ‘বর্বর অপরাধ’ আখ্যা দিয়েছে।

বেসামরিক স্থাপনা ও আবাসিক ভবনে হওয়া এ হামলায় ৮ জন নিহত হয়েছে বলেও তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

আগেরদিনই ইসরায়েলের লোহিত সাগরের পর্যটনকেন্দ্র এইলাতে হুতিদের ড্রোন হামলায় ২২ জন আহত হয়েছিল। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

১০ বছর আগে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করার পর থেকে হুতিরা দেশটির উত্তর-পশ্চিমের সিংহভাগ অংশ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন