You have reached your daily news limit

Please log in to continue


দাম কমার শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ও মূল্যসূচক উভয়ই বেড়েছে। আজ প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকেরই উত্থান হয়েছে।

এদিকে কয়েক দিন ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমার পর আজ বেড়েছে। গত কয়েক দিন লেনদেন ছিল ৫০০ কোটি টাকার ঘরে। আজ তা বেড়ে ৭০০ কোটি টাকার ঘরে উঠেছে। মোট লেনদেন হয়েছে ৭০৮ দশমিক ৯৪ কোটি টাকার। গতকাল বুধবার লেনদেন হয়েছে ৫৭৬ কোটি টাকার বেশি।

আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৫ পয়েন্টে। গত দিনের তুলনায় সূচকটি বেড়েছে ২২ দশমিক ৪৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৪১ শতাংশ। ডিএসইএস উঠেছে ১ হাজার ১৭১ পয়েন্টে। আজ বেড়েছে প্রায় ৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৫১ শতাংশ। এ ছাড়া শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচকের মান বেড়ে হয়েছে ২ হাজার ১০৩ পয়েন্ট। সূচকটি বেড়েছে ১৭ দশমিক ৭৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৬ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন